ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিশু পর্নোগ্রাফির দায়ে যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
শিশু পর্নোগ্রাফির দায়ে যুবক গ্রেফতার

ঢাকা: শিশু পর্নোগ্রাফির দায়ে রাজধানীর মুগদা থেকে কে এম মীরাজুল আজম (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের সাইবার অপরাধ তদন্ত বিভাগ মুগদা থানাধীন অতিশ দীপংকর সড়ক থেকে মীরাজুলকে গ্রেফতার করে।

রোববার (৩ জানুয়ারি) সাইবার অপরাধ তদন্ত বিভাগের উপ পুলিশ কমিশনার নাজমুল ইসলাম জানান, গত ২৯ ডিসেম্বর অভিযান পরিচালনা করে মীরাজুল আজমকে গ্রেফতার করা হয়। সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিমের সিনিয়র সহকারী কমিশনার  সাইদ নাসিরুল্লাহ নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এসময় শিশু পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত তার মোবাইল ফোন ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডিগুলো জব্দ করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত মীরাজুল অনলাইনে উঠতি বয়সী শিশুদের সঙ্গে যোগাযোগ করে পর্নোছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করছে এবং তাদের নিজেদের পর্নোছবি ও ভিডিও দিতে উৎসাহিত করছে। এভাবে দেশি-বিদেশি শিশুদের কাছ থেকে তাদের পর্নোছবি ও ভিডিও সংগ্রহ করে তা বিভিন্ন ওয়েবসাইটে একাউন্ট খুলে আপলোড করে আসছে।

অভিযুক্ত তার ব্যবহৃত হোয়াটসএ্যাপ আইডিতে ভারতীয় এক অপ্রাপ্তবয়স্ক শিশুর অশ্লীল ছবি এবং তার ব্যক্তিগত অশ্লীল ভিডিও প্রদর্শনের মাধ্যমে ওই ছবি বিভিন্ন স্যোসাল প্ল্যাটফর্মে ভাইরাল করবে মর্মে হুমকি দেয়। এর জন্য ভিক্টিমের কাছ থেকে দুই লাখ পঞ্চাশ হাজার ভারতীয় রূপি ব্যাংক একাউন্ট এ দেওয়ার জন্য দাবি করে।

কম্পিউটার সিস্টেম ব্যবহার করে বিভিন্ন স্যোসাল মিডিয়া মনিটরিং তথ্যের ভিত্তিতে সাইবার পেট্রোলিং করার সময় পুলিশ এ অভিযুক্তের সন্ধান পায় ও প্রযুক্তিক সহায়তায় তাকে গ্রেফতারে সক্ষম হয়। রমনা মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এসএইচএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।