ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি জয়, সা. সম্পাদক লিটন

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি জয়, সা. সম্পাদক লিটন আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি জয়, সা. সম্পাদক লিটন

সাভার (ঢাকা): সাভার উপজেলার আশুলিয়া প্রেসক্লাবের ৭ম দ্বি-বার্ষিক নির্বাচনে সময় টেলিভিশনের সাভার প্রতিনিধি মোজাফ্ফর হোসেন জয় সভাপতি ও এসিয়ান টিভির স্টাফ রির্পোটার জহিরুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

রোববার (০৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

 

ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার চ্যানেল টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার অপু ওহাব এ ফলাফল ঘোষণা করেন।  

সভাপতি পদে মোজাফ্ফর হোসেন জয় ২২ ভোট ও সাধারণ সম্পাদক পদে জহরুল ইসলাম লিটন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  

এছাড়া সহ-সভাপতি পদে মেহেদী হাসান (যুগান্তর) ও ওমর ফারুক (আলোকিত কন্ঠ), সাংগঠনিক সম্পাদক পদে আমিনুল ইসলাম (ডেইলি অবজারভার), যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওবাইদুর রহমান লিটন (মুক্ত খবর), দপ্তর সম্পাদক পদে মনির মণ্ডল (সময়ের কন্ঠস্বর), অর্থ সম্পাদক পদে তুহিন আহমেদ (জাগরণ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মেহেদী হাসান মুন্সি (জাতীয় অর্থনীতি), ক্রিয়া ও সাংস্কৃতিক পদে নজরুল ইসলাম মানিক (দিনকাল), নির্বাহী সদস্য পদে জাহাঙ্গীর আলম রাজু (আমাদের কন্ঠ), জাহিদ হাসান সাকিল (এটিএন নিউজ) ও আজম সরকার (খবর বাংলাদেশ)।  

আশুলিয়া প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়েছে ২০০৫ সালে। সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা ৫১ জন।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।