ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

করোনা ভ্যাকসিন তালিকায় সংস্কৃতিকর্মীদের যুক্ত করার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
করোনা ভ্যাকসিন তালিকায় সংস্কৃতিকর্মীদের যুক্ত করার আহ্বান ছবি: প্রতীকী

ঢাকা: দেশে করোনা ভ্যাকসিনের প্রথম পর্যায়ে তিন কোটি ডোজ জানুয়ারি মাসের শেষে এসে পৌঁছাতে পারে বলে জানা গেছে। আর এ ভ্যাকসিন বিতরণে তৈরি লিস্টে সংস্কৃতিকর্মীদের যুক্ত করার আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

রোববার (৩ জানুয়ারি) এ সংক্রান্ত একটি আবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে জমা দিয়েছে তারা।

আবেদনে বলা হয়, করোনার ভ্যাকসিন কারা পাবেন, সে তালিকা তৈরি করা হয়েছে বা কাজ চলছে। যতদূর জানা যায়, প্রথম পর্যায়ের এ তালিকায় যে সমস্ত শ্রেণি-পেশার সদস্যদের নাম অন্তর্ভুক্ত হচ্ছে, সেই তালিকায় সংস্কৃতিকর্মীদের নাম নেই।

আবেদনে আরও বলা হয়, এ কথা সবার জানা যে, দেশের যেকোনো সংকটে সংস্কৃতিকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে দেশ এবং মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। করোনা সংক্রমণের সময় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে সাংস্কৃতিকর্মীরা নানা কর্মসূচি পালন করেছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের অনেক বরেণ্য ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনকে রক্ষা করার জন্য করোনা ভ্যাকসিন প্রয়োগের প্রথম তালিকায় দেশের সর্বস্তরের শিল্পী-সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।