ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চাষযোগ্য হচ্ছে কাজিপুরের ১৫০০ বিঘা জমি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
চাষযোগ্য হচ্ছে কাজিপুরের ১৫০০ বিঘা জমি দুই যুগ পরে চাষযোগ্য হচ্ছে কাজিপুরের ১৫০০ বিঘা জমি। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: জলাবদ্ধতার কারণে দীর্ঘ দুই যুগ ধরে চাষের অযোগ্য ছিল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার লক্ষিপুর-কাচিহারা এলাকার ১৫০০ বিঘা জমি। অবশেষে ইউএনওর প্রচেষ্টায় জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়ে চাষযোগ্য হচ্ছে সেই জমি।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে এ খনন কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী।

স্থানীয় কৃষকেরা জানায়, দীর্ঘ দুই যুগ ধরে ১৫০০ বিঘা ফসলি জমিতে বছরের নয় মাস জলাবদ্ধ হয়ে থাকতো। এতে করে তিন ফসলি এসব জমি থেকে আড়াই কোটি টাকার ফসল উৎপাদন থেকে বঞ্চিত হয়ে আসছিল কৃষক।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী বাংলানিউজকে বলেন, দেশে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এক ইঞ্চি মাটিও পতিত রাখা চলবে না। এ কারণেই এসব জমি জলাবদ্ধতা থেকে মুক্ত করে চাষযোগ্য করতে উদ্যোগ নেওয়া হয়েছে।  

উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী বাংলানিউজকে বলেন, পর্যায়ক্রমে কাজিপুরের অন্যসব জলাবদ্ধ জমিও জলামুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।