ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নকল চিপস কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
নকল চিপস কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা 

রংপুর: রংপুরের নব্দীগঞ্জ এলাকায় নকল চিপস ও উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় করেছে রংপুর জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১৩ এর সহযোগিতায় চলা অভিযান শেষে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বাংলানিউজকে  বলেন, রংপুরের নব্দীগঞ্জ এলাকায় নকল চিপস ও ফুড আইটেম তৈরির কারখানায় মোবাইল কোর্ট চালানো হয়। কোনো প্রকার অনুমোদন ছাড়াই কারখানাটি পরিচালিত হচ্ছিল। এছাড়া চিপস ও ফুড আইটেমে ক্ষতিকর কেমিক্যালের উপস্থিতি পাওয়া গেছে। এ কারণে কারখানা ও গোডাউন বন্ধ করে দেওয়া হয়। নকল পণ্যের তৈরির দায়ে ফ্যান্টাসি চিপস ও নুরজাহান অ্যাগ্রো ফুড’র স্বত্বাধিকারী জাহিদুল হাসানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।