ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ইয়াবাসহ ২ নারী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২১
পাথরঘাটায় ইয়াবাসহ ২ নারী আটক আটক শিরিন বেগম ও মোরশেদা বেগম

বরগুনা: বরগুনার পাথরঘাটায় ৩৭১ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড খাদ্যগুদাম সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- ওই ওয়ার্ডের আরিফ হোসেনের স্ত্রী শিরিন বেগম (৩৫) ও একই এলাকায় মৃত হাতেম আলী মৃধার স্ত্রী মোরশেদা বেগম (৫০)।

কোস্টর্গাড পাথরঘাটা স্টেশন কমান্ডার ফাহিম শাহারিয়ার বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাতে পাথরঘাটা থানার নারী পুলিশের সহযোগিতা ৩৭১ পিস ইয়াবাসহ দুই নারী আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে রাতেই পাথরঘাটা থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।