ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে চরের মাটি কাটায় তিনজনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
বরিশালে চরের মাটি কাটায় তিনজনের কারাদণ্ড

বরিশাল: বরিশাল সদর উপজেলার চর পাওয়ার এলাকায় অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু এবং মাটি কাটার ফলে প্রতিদিন নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী পাড়ের মানুষ, এতে করে নদীপাড়ের অনেক গ্রাম প্রতিদিন বিলিন হয়ে যাচ্ছে।  

জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দারের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের চর পাওয়ার এলাকায় ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় পুলিশ ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ভ্রাম্যামাণ আদালত অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে সরকারি চরের মাটি কাটার সময় খালেক হাওলাদার, বায়োজিদ হাসান ও শিমুল মিয়া নামে তিনজনকে আটক করেন। পরে তাদের বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী বিভিন্ন দণ্ডে কারাদণ্ড দেওয়া হয়।

তাদের মধ্যে খালেক হাওলাদারকে তিন মাস, বায়োজিদ হাসান ও শিমুল মিয়াকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তাদের সঙ্গে থাকা ভেকুটি জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।