ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দখলকৃত ১৪৮ একর জমি ফেরত চান চিংড়ি শিল্প মালিকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
দখলকৃত ১৪৮ একর জমি ফেরত চান চিংড়ি শিল্প মালিকরা সংবাদ সম্মেলনে অতিথিরা, ছবি: শাকিল

ঢাকা: সরকারি দলের নাম ভাঙিয়ে সরকার প্রদত্ত বৈধ ইজারা গ্রহীতা চিংড়ি চাষিদের প্লট থেকে উচ্ছেদের অভিযোগ করেছে বাংলাদেশ ১০-৩০ একর শ্রিম্প প্রজেক্ট ওনার্স অ্যাসোসিয়েশন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংগঠনের সভাপতি ওমর-বিন আব্দাল আজিজ তামিম বলেন, সরকারি দলের নাম ভাঙিয়ে কক্সবাজারের চকরিয়ার রামপুরের সুন্দরবন মৌজাস্থ চিংড়ি ঘেরের চার নম্বর ফোল্ডারের নয়টি প্লট দখল করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১৪৮ একর জমি দখল করা হয়েছে। তারা সেখানে বঙ্গবন্ধু কলোনীসহ বিভিন্ন নেতাকর্মীর নামে সাইনবোর্ড লাগিয়েছেন। এ বিষয়ে আমরা স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করলে তারা বলেন, এমন সাইনবোর্ড তারা দেখেনি। প্রশাসনের এমন আচরণে আমরা হতাশ।

‘আমরা অবিলম্বে জবর দখলকারীদের উচ্ছেদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ’

তিনি বলেন, দখলের বাইরেও নানা সমস্যা রয়েছে এসব চিংড়ির ঘেরে। যার মধ্যে রয়েছে স্লুইসগেট সমস্যা, বাঁধ পুনঃনির্মাণ করা হয়নি, অভ্যন্তরীণ খাল সংস্কার করা হয়নি। এর বাইরে আমরা করোনাকালীন প্রণোদনাও পাইনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলমগীর মজুমদার। এতে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আলী আজম, সহ-সভাপতি কামরুজ্জামান টুকু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
ডিএন/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।