ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

জগন্নাথপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
জগন্নাথপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর লাঠির আঘাতে স্বামী মো. আলেক মিয়ার (৬৫) মৃত্যু হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

আলেক মিয়া উপজেলার পাইলগাওঁ ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত মাছিম উল্ল্যাহর ছেলে।

আলেক মিয়া পেশায় দিনমুজুর ছিলেন। তার প্রথম স্ত্রীর ঘরে তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে এবং দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তানাদী নেই। তিনি থাকতেন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে। এ ঘটনায় ঘাতক দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছেন।

জানা যায়, সকালে ঘুম থেকে ওঠার পর স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে দ্বিতীয় স্ত্রী লাঠি দিয়ে স্বামী আলেকের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এই সুযোগে ঘাতক স্ত্রী পালিয়ে যায়। তবে তাৎক্ষণিক ঘাতক স্ত্রী নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।  

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, নিহতের স্ত্রীকে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।