ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
পাবনায় ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত পাবনার সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত। ছবি: বাংলানিউজ

পাবনা: পাবনার সাঁথিয়ায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মৃত্যু হয়েছে একই পরিবারের বাবা ও মেয়ের।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, নগরবাড়ি থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক সিরাজগেঞ্জর বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। পথে ভিটাপাড়া এলাকায় আসালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসবাসরত ভূমিহীন এক দরিদ্র পরিবারের ঘরের মধ্যে ঢুকে পরলে ট্রাকের নিচে চাপা পড়ে দিনমজুর শাহ বাবু (৩৮) ও তার মেয়ে বৃষ্টি থাতুন (১২)। এসময় ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় তার স্ত্রী লাকী খাতুন ও ছেলে সাগর হোসেন।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়। তবে ট্রাকটি জব্দ করে থানায় নিয়েছে পুলিশ। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।