ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে মাইক্রোবাসচাপায় ড্রিমল্যান্ডের ব্যবস্থাপক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
পলাশবাড়ীতে মাইক্রোবাসচাপায় ড্রিমল্যান্ডের ব্যবস্থাপক নিহত দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রোবাসচাপায় ড্রিমল্যান্ড নামে স্থানীয় একটি বিনোদন কেন্দ্রের ব্যবস্থাপক চান মিয়া সরদার (৬০) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মইজল হক (৫৮) নামে অপর একজন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পৌর শহরের ড্রিমল্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চান মিয়া পলাশবাড়ী পৌরসভার জগরজার্নি গ্রামের বাসিন্দা। আহত আইজল হকের বাড়ি পৌর শহরের রাইগ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ড্রিমল্যান্ড এলাকায় ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় ড্রীমল্যান্ড বিনোদন কেন্দ্রের ব্যবস্থাপক চান মিয়াসহ দুজনকে চাপা দেয়।  

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক চান মিয়াকে মৃত ঘোষণা করেন।  

পলাশবাড়ী থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মানিক রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।