ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে নদী ড্রেজিং ও পুনঃখনন কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
সিরাজগঞ্জে নদী ড্রেজিং ও পুনঃখনন কাজের উদ্বোধন

সিরাজগঞ্জ: বাঙ্গালী, করতোয়া, ফুলজোড় ও হুরা সাগর নদী সিস্টেম ড্রেজিং ও পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের নলকা এলাকায় ফুলজোড় নদীর তীরে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এই কাজের উদ্বোধন করেন।

 

এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, প্রকল্প পরিচালকসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে গাইবান্ধা-বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় বাঙ্গালী, করতোয়া, ফুলজোড় ও হুরা সাগর নদী ড্রেজিং/পুনঃখনন ও পাড় সংরক্ষণ প্রকল্পে ২১৭ কিলোমিটর নদীপথ খনন ও নদীতীর সংরক্ষণ করা হবে। এতে ব্যয় ধরা হয়ে ২ হাজার ৩৩৫ কোটি ৬০ লাখ টাকা। বাংলাদেশ সেনাবাহিনী খনন প্রক্রিয়া বাস্তবায়ন করবে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।