ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনা সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
শেখ হাসিনা সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছেন

নাটোর: নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তার দূরদর্শী সিদ্ধান্তের কারণে মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ওআইসির সদস্য পদও লাভ করে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের উল্টবড়গাছা গণপূর্ত স্টাফ কোয়ার্টার প্রাঙ্গনে এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ ইসলাম ধর্মের গবেষণা ও প্রসারের লক্ষ্যে সারাদেশে একযোগে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করছেন, যা দেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হবে।

শিমুল বলেন, ইসলামি জ্ঞান চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটাতে ১৩ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে নাটোর সদর উপজেলা ও নলডাঙ্গা উপজেলায় এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- জেলা প্রশাসক শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিপি সিরাজুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আবুল কাশেম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।