ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মোরেলগঞ্জে আগুনে ১৮ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
মোরেলগঞ্জে আগুনে ১৮ দোকান পুড়ে ছাই পোলেরহাট বাজারে আগুন লেগে ১৮ দোকন পুড়ে ছাই। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পোলেরহাট বাজারে আগুন লেগে ১৮টি দোকন পুড়ে গেছে। এতে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বাংলানিউজকে বলেন, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী বিকেলে পোলেরহাট বাজারে বৈদ্যুতিক শট-সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চার পাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে  বাগেরহাট ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। তবে এর আগেই ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ১৮টি দোকানের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি, তাদের ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।