ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
লালপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১  ফাইল ফটো

নাটোর: নাটোরের লালপুরে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রেজাউল ইসলাম (৪৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন জাহাঙ্গীর আলম (৪৩) নামে অপর একজন।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মোহরকয়া ডিগ্রি কলেজ রোডের কয়লার ডহর এলাকায় এ দুঘর্টনা ঘটে।  

নিহত রেজাউল নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা। আর আহত জাহাঙ্গীরের পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা পল্লী বিদ্যুতের লালপুর জোনাল অফিসের লাইনম্যান বলে জানা গেছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বাংলানিউজকে জানান, বিকেলে কয়লার ডহর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমখি সংঘর্ষে ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেলের ওই দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন। আহত জাহাঙ্গীরকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লালপুর জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।