ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় রহিমা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রহিমা বেওয়া উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামের মৃত আছের আলীর স্ত্রী।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে উপজেলার ফাঁসিতলা-কানাইকান্দর সড়কের সাধুবাড়ী এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল বৃদ্ধা রহিমা বেওয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রহিমার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ফরহাদ হোসেন ছিটকে পড়ে আহত হন। ফরহাদ হোসেন একই ইউনিয়নের চকমুকুন্দ গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি, লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।