ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

অধিকার আদায়ে চা-শ্রমিকাদের সাধারণ সভা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
অধিকার আদায়ে চা-শ্রমিকাদের সাধারণ সভা চা-শ্রমিকদের অধিকার আদায়ে অনুষ্ঠিত সভা। ছবি: বাংলানিউজ 

মৌলভীবাজার: চা-শ্রমিকদের অধিকার আদায়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা রাজঘাট চা-বাগানে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজঘাট ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আইনানুগ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল সিং বারাইকের সঞ্চালনায় এবং খেজুরিছড়া চা-বাগানের শ্রমিকদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের আইনানুগ কমিটির সভাপতি এবং রাজঘাট ইউপি আওয়ামীলীগ কমিটির সভাপতি অশোক সরদার। এতে উপস্থিত ছিলেন শ্যামলী বুনার্জী, প্রদীপ কালোয়ার, শিব নারায়ণ আহির, মো. সেলিম আহমেদ এবং বালিশিরা ভ্যালির চা-বাগানের প্রতিনিধিরা।  

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পরেও অবহেলিত চা-শ্রমিকদের সাত দফা দাবি কার্যকর না হওয়ায় এবার গণস্বাক্ষর অভিযান পরিচালনার মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে আশু পদক্ষেপ গ্রহণ করা হবে।
 
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।