ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চারঘাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
চারঘাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় একটি অজ্ঞাত পরিবহনের ধাক্কায় খাইরুল ইসলাম (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চারঘাট-বাঘা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

খাইরুল নাটোরের লালপুর উপজেলার সালামপুর গ্রামের কফির মৃধার ছেলে।

রাজশাহীর চারঘাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার জহিরুল ইসলাম বাবু জানান, প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে খাইরুলকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরেছিলেন খাইরুল। পথে চারঘাট-বাঘা সড়কে এলে একটি অজ্ঞাত পরিবহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।

রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিহত খাইরুলের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।