ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁর নিয়ামতপুরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
নওগাঁর নিয়ামতপুরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নওগাঁ: নওগাঁ নিয়ামতপুরে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ আবু হাসান (৩৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

রোববার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় নিয়ামতপুর উপজেলার দাদরইল বোর্ড বাজার এলাকায় র‍্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক আসামি উপজেলার হিন্দুরবাউল এলাকার মৃত তোফাজ্জলের ছেলে।

র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি টিম নিয়ামতপুর উপজেলার দাদরইল বোর্ড বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় হাসান নামে ঐ অস্ত্র ব্যবসায়ীর কাছে থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ তাকে আটক করে। আটকের পর আসামির বিরুদ্ধে নিয়ামতপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।