ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে রোহানের হত্যাকারীদের ফাঁসির দাবি

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
সাভারে রোহানের হত্যাকারীদের ফাঁসির দাবি মানববন্ধন। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের ব্যাংক কলোনি এলাকায় রোহানুর ইসলাম রোহান (১৮) নামে এক তরুণের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার পৌরসভা এলাকার ওলাই বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেন তারা।

মানববন্ধন চলাকালে নিহত রোহানের বাবা সোবাহান বলেন, সেদিন সারাদিন আমার ছেলে বাড়ি নির্মাণের কাজ করেছে। সন্ধ্যায় সে ঝাল মুড়ি খেতে যায়। পরে ৭টার দিকে ফোনে আমাকে বলে বাবা আমি ১০ মিনিটের ভেতরে বাসায় আসতেছি। এটাই আমার সঙ্গে তার শেষ কথা। পরে রাত ৯টার দিকে অপরিচিত এক নম্বর থেকে আমার ফোনের কল আসে।  আমাকে জানানো হয় রোহান এনাম মেডিক্যালের আইসিউতে ভর্তি রয়েছে। আমি হাসপাতালে গিয়ে দেখি আমার ছেলের মরদেহ পড়ে আছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।  

এসময় মানববন্ধনে উপস্থিত স্বজন, রোহানের শিক্ষকরা ও স্থানীয়রা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।

গত (০৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় মুড়ি মটকা রেস্তোরার সামনে রোহানুর ইসলাম রোহানকে ছুরিকাঘাত করে হত্যা করে হৃদয়সহ আরও ২০-২৫ জন তরুণ। এ ঘটনায় নিহতের বাবা আব্দুস সোবাহান ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনের নামে একটি মামলা দায়ের করেন। এ পর্যন্ত এই হত্যাকাণ্ডের মূলহোতা হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।