ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে জাপান টোব্যাকো কোম্পানিকে লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
মেহেরপুরে জাপান টোব্যাকো কোম্পানিকে লাখ টাকা জরিমানা

মেহেরপুর: মেহেরপুরে জাপান টোব্যাকো কোম্পানির অফিস ও গুদামঘরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ সিগারেটের প্রচারপত্র ও উপহার সামগ্রী পাওয়ায় এ কোম্পানিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম এ দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর শহরের ওয়াপদা সড়কে জাপান টোব্যাকো কোম্পানির অফিস ও অফিসের পেছনের একটি গুদামঘরে অভিযান চালানো হয়। এসময় গুদামে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের সিগারেটের প্রচারপত্র ও উপহার সামগ্রী পাওয়ায় এ কোম্পানিকে জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত প্রচারপত্র পুড়িয়ে ফেলা হয় এবং উপহার সামগ্রী মেহেরপুর শিশু পরিবারকে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।