ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাংকের ভেতরে গ্রাহকের টাকা চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
ব্যাংকের ভেতরে গ্রাহকের টাকা চুরি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূবালী ব্যাংকের অভ্যন্তরে গ্রাহকের টাকা চুরির ঘটনা ঘটেছে।  

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পূবালী ব্যাংক আড়াইহাজার শাখায় এ ঘটনা ঘটে।


 
ভুক্তভোগী গ্রাহক মোবারক মোল্লা জানান, আমি সোমবার সকাল ১১টার দিকে পূবালী ব্যাংক আড়াইহাজার শাখায় টাকা জমা দিতে যাই। এ সময় কাউন্টারের লাইনে দাঁড়াই। হঠাৎ কিছুক্ষণ পড়ে দেখি পকেটে ৩১ হাজার টাকা এবং একটি মোবাইল নেই। পরে ম্যানেজারকে বিষয়টি জানাই। ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকে থাকা সিসি ক্যামেরায় দেখতে পান, একজন লোক আমার পাশে লাইনে দাঁড়িয়ে টাকা ও মোবাইল নিয়ে যান।  

এ বিষয়ে মোবারক আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানায় অভিযোগ দায়েরের পর উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে ঘটনাটি তদন্তের এবং এতে জড়িতকে গ্রেফতারের দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্যাংক ম্যানেজার এসকে সোয়েব আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তবে তিনি এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।