ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাটের বস্তা ব্যবহার না করায় মেহেরপুরে ২ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
পাটের বস্তা ব্যবহার না করায় মেহেরপুরে ২ ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুর: পাটের বস্তায় চাল না রেখে পলিথিনের বস্তায় চাল রেখে বিক্রি করায় মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারের ২ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী জেলা ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান ও জাহিদ হাসান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মাহমুদ হাসান জানান, পাটজাতের বস্তায় চাল না রেখে পলিথিনের বস্তায় চাল রাখার অপরাধে পণ্য পাটজাত মড়কের বাধ্যতামূলক আইন ২০১০-এ দু’ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।