ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
গৌরনদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজারে সরকারি খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাসের নির্দেশে খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিপিন চন্দ্র বিশ্বাস জানান, খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ করার খবর পেয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স।  

এ সময় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক, সার্ভেয়ার মো. শাহজাদা মিয়া, ভূমি সহকারী কর্মকর্তা মিশেল আল সাদিক উপস্থিত ছিলেন।

বার্থী বাজারের পূর্ব পাশে সরকারি কোটি টাকার সম্পত্তি দখল করে খালের মধ্যে ১৫টি পাকা দোকানঘর নির্মাণ কাজ শুরু করেছিলেন স্থানীয় প্রভাবশালী আজিম উদ্দিন মোল্লা ও তার ভাই মোফাজ্জেল হোসেন মোল্লা।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।