ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নাঙ্গলকোটে জোড়াখুন: ঘাতক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
নাঙ্গলকোটে জোড়াখুন: ঘাতক আটক

ফেনী: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় মা ও ভাবিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ হত্যার অভিযোগে সাইফুল (২৮) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ।

 

ছুরিকাঘাতে আহত হয়ে ভাতিঝি আরজু (২৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের পুজকরা গ্রামের আব্দুল হামিদের স্ত্রী নুরজাহান বেগম (৫৯) ও তার ছেলে আব্দুল আজিজের স্ত্রী পুষ্প আক্তার (৪৫) ।

সোমবার (৮ ফেব্রুয়ারি ) দুপুরে পুজকরা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানান, নাস্তা খাওয়া নিয়ে বাক-বিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে সাইফুল তার মা ও ভাবিকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। এ সময় ভাতিঝি আরজুও আহত হন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি থানায় আনা হয়েছে। ঘাতককে ছুরিসহ বাসা থেকে আটক করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের মূল কারণ জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।