ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
নোয়াখালীতে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মো. মিরাজ হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আটক ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মাইজদীর মদুসুধনপুর এলাকার ভাড়া বাসা থেকে সুধারাম মডেল থানা পুলিশ তাকে আটক করে।  

মিরাজ হোসেন সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ওসমান আলী বাড়ীর মৃত আব্দুল হকের ছেলে।

সুধারাম মডেল থানার ওসি (তদন্ত) ফজলুল কাদের পাটোয়ারী জানান, আটক মিরাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।