ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভবের বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা যায়, সয়াবিন তেলের দাম বেশি রাখা ও মূল্য তালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করেন সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

জরিমানাপ্রাপ্ত দোকানগুলো হলো ইনসাফ ভ্যারাইটিজ স্টোর পাঁচ হাজার টাকা, শাহজালাল ভ্যারাইটিজ স্টোর ছয় হাজার টাকা, আল মদিনা ফার্মেসি তিন হাজার, মা ভ্যারাইটিজ স্টোর তিন হাজার, রুবেল ভ্যারাইটিজ স্টোর ১৫ হাজার, সুমাইয়া ভ্যারাইটিজ স্টোর তিন হাজার।
অভিযান শেষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, এ অভিযান নিয়মিত বাজার তদারকির অংশ। ভোক্তাদের সঠিক মূল্যে পণ্য কিনতে সহযোগিতা করা, কেউ যেন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করতে না পারে সেজন্য সুনামগঞ্জে ধারাবাহিক অভিযান চলবে।
 
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।