ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে উপজেলা ভূমি অফিসের চেইনম্যান উত্তম কুমার হাওলাদার (৩৫) নিহত হয়েছেন।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উত্তম কুমার হাওলাদার বরিশালের রতন কুমার হাওলাদারের ছেলে। তিনি ধামরাই উপজেলা ভূমি অফিসের চেইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সন্ধ্যায় ঢাকা থেকে আসা রাজধানী এক্সপ্রেস (পাবনা-ব-১১-০০১২) বাসের সঙ্গে মানিকগঞ্জের দিক থেকে আসা উত্তমের ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলেই মারা যান চালক উত্তম। এসময় স্থানীয় লোকজন বাসটি আটক করে। তবে চালক পালিয়ে যায়।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খাজা মইনুদ্দিন চিশতী বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এছাড়া বাসটিও আটক করা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।