ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু ফাইল ফটো

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইউনুস ব্যাপারী (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে শামীম রেজা (৩৬)।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতের ছেলের স্ত্রী সাজেদা আক্তার জানান, তাদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায়। বর্তমানে তারা আব্দুল্লাহপুর কাজীপাড়া এলাকায় থাকেন। তার শ্বশুর ইউনুস কলাবাগান ও কাঁঠালবাগান এলাকায় ফেরি করে মুরগি বিক্রি করতেন। আর স্বামী শামীম বাড্ডায় শিশু অটিস্টিক স্কুলে শিক্ষকতা করেন।  

তিনি আরও জানান, দুপুরে ছেলে শামীম বাবাকে নিয়ে মোটরসাইকেলে করে কারওয়ানবাজার কাঁচাবাজার যান। সেখান থেকে বাজার করে বাসায় ফিরছিলেন তারা। পথে বিমানবন্দর বলাকা অফিসের সামনে এলে মোটরসাকেলটির সামনের চাকা ফেটে গেলে রাস্তার উপর ছিটকে পড়েন তারা। এতে গুরুতর আহত হন তার শ্বশুর। আর শামীমের ডান হাতে সামান্য আঘাত লাগে। তাৎক্ষণিকভাবে সেখান থেকে তার শ্বশুরকে উদ্ধার করে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান শামীম। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।