ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মুজিবনগরে ম্যারাথন উপলক্ষে আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
মুজিবনগরে ম্যারাথন উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুর:  বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন বগুড়া সদর দফতরের উদ্যোগে ও মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মুজিবনগরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মুজিবনগর উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন বগুড়া সদর দফতরের অধীনস্থ ৪০ ফিল্ড রেজিমেন্টের আর্টিলারির সিনিয়র ওয়ারেন্ট অফিসার মজিবুর রহমান, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, মুজিবনগর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শফিউদ্দীন উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনের মাধ্যমে ম্যারাথন দৌড়ের জন্য রেজিস্ট্রেশন চলবে।
১৬ বছরের উর্ধে সকল ছেলে ও মেয়েরা রেজিস্ট্রেশন করতে পারবে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।