ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রী আবদুল্লা শহিদ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
ঢাকায় মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রী আবদুল্লা শহিদ মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রী আবদুল্লা শহিদ

ঢাকা: মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ চার দিনের সফরে ঢাকায় এসেছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ কে আবদুল মোমেনের আমন্ত্রণে সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রী আবদুল্লাহ শহিদ ঢাকায় এসে পৌছেছেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সোমবার (৮ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মোমেন ও শহিদ দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক বছরে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। মালদ্বীপে আট হাজারের মত বাংলাদেশী শ্রমিক কাজ করে।

বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির সঙ্গে মালদ্বীপের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের সঙ্গে একটি চুক্তি সই হবে।

আবদুল্লাহ শহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
এসই/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।