ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে স্লাববিহীন ম্যানহোলে দুর্ঘটনার আশঙ্কা

আমিরুজ্জামান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
সৈয়দপুরে স্লাববিহীন ম্যানহোলে দুর্ঘটনার আশঙ্কা স্লাববিহীন ম্যানহোল। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার কিছুক্ষণ মোড়ে (মহিলা কলেজ যাওয়ার রাস্তায়) মেইন রাস্তায় স্লাব নেই ম্যানহোলের। স্লাব বা ঢাকনা না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী, যানবাহন ও শহরবাসী।

ইতোমধ্যে ম্যানহোলে পড়ে অনেকেই আহত হয়ে হাসপাতালে যাওয়ার ঘটনাও ঘটেছে। এর ফলে যেকোন সময় বড় ধরনের দুঘর্টনা ঘটার আশঙ্কা করা হচ্ছে।  

সরেজমিনে দেখা গেছে, কিছুক্ষণ মোড়ে ম্যানহোলের কোনো কোনো স্থানে স্লাব না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের। বিশেষ করে যানবাহন, শিশু, বৃদ্ধ ও স্কুলগামী শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হয় বেশি। তাছাড়া শহরের একটি গুরুত্বপূর্ণ জায়গায় এ অবস্থা হওয়ায় তীব্র যানজট থাকে। ফলে প্রতিনিয়ত পথচারীদের ফুটপাত দিয়েই চলাচল করতে হয়। খোলা ম্যানহোলের উপরে স্লাব বসিয়ে দিয়ে এ সমস্যা সমাধানের দাবি জানান স্থানীয়রা।

পথচারী রাকিব, মিলনসহ অনেকে বলেন, রাস্তা দিয়ে চলাচলের জন্য ফুটপাত ব্যবহার করে থাকি। কিন্তু ম্যানহোলের উপরে কোনো কোনো জায়গায় স্লাব না থাকায় চলাচলে একটু কষ্ট হয়। দ্রুত স্লাব বসিয়ে দিলে কষ্ট কমে যাবে সাথে দুর্ঘটনার আশঙ্কাও কমবে। পৌরসভাসহ সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এ ব্যাপারে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জিয়াউল হক বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।