ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে জেলেদের ট্রলারে জলদস্যুদের হামলা, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
চরফ্যাশনে জেলেদের ট্রলারে জলদস্যুদের হামলা, আহত ৫

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় জেলেদের তিনটি ট্রলারে হামলা চালিয়েছে জলদস্যুরা। এতে পাঁচ জেলে আহত হয়েছেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোরে সাগরের পুবের চর সীমানায় এ ঘটনা ঘটে। এ সময় দস্যুরা তিন ট্রলার থেকে অন্তত পাঁচ লাখ টাকার মাছ, জাল ও অন্যান্য মালপত্র লুট করে নিয়ে গেছে।

আহতরা হলেন কালু (২১), আজিজ (২৮), হেজু (২২), নেছার (২২) ও মিজান (২৬)। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হামলার শিকার ট্রলার তিনটির মধ্যে একটিতে ছিলেন তৈয়ব মাঝি। তিনি জানান, মঙ্গলবার তিনিসহ ছয় জেলে বঙ্গোপসাগরে মাছ শিকার করছিলেন। এ সময় একদল জলদস্যু জেলেদের চারদিক থেকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে আতর্কিত হামলা চালায়। এতে পাঁচ জেলে আহত হন। জলদস্যুরা ট্রলারে থাকা জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে এক লাখ টাকার কোরাল মাছ, জাল, নগদ ৩০ হাজার টাকা, পাঁচটি মোবাইল ফোন, গ্যাস-সিলিন্ডার ও সোলার মেশিন ছিনিয়ে নিয়ে করে নিয়ে যায়। একইভাবে কিছুটা দূরে গিয়ে কালাইয়া ও লালমোহনের দুই মাঝির আরও দু’টি ট্রলারে  লুটপাট করে দস্যুরা।

তৈয়ব মাঝি আরও জানান, গত কয়েকদিন ধরে হঠাৎ করেই জলদস্যুদের উপদ্রব বেড়ে গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন জেলেরা।

দক্ষিণ আইচা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, খবর পেয়েছি। তবে এখনও আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে  এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।