ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
কুমিল্লায় মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই কুমিল্লায় মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লায় মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), কুমিল্লার সদস্যরা। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে পিবিআই, কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, চুরিতে ওই চক্রের সদস্যরা এতোটাই দক্ষ যে, মুহুর্তের মধ্যেই তালা ভেঙে একটি মোটরসাইকেল নিয়ে হাওয়া হয়ে যেতে পারেন।  

তিনি আরও জানান, গত বছরের ১৭ এপ্রিল দিবাগত গভীর রাতে লাকসামের পশ্চিমগাঁও মিয়াপাড়ার আমেরিকান (এমভি) ভবনের সীমানা প্রাচীর দিয়ে প্রবেশ করে এবং পরে গেটের তালা ভেঙে গ্যারেজ থেকে তিনটি মোটরসাইকেল চুরি করে ওই চক্রটি। এ ঘটনায় ওই বছরের ২ মে, লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন একটি মোটরসাইকেলের মালিক ভুক্তভোগী রহুল আমিন।  

দীর্ঘ ৬ মাস মামলাটির তদন্তের পর আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করে থানা পুলিশ। পরে আদালত মামলাটির অধিকতর তদন্তের জন্য পিবিআই, কুমিল্লাকে নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে গত ১৫ জানুয়ারি মামলাটির তদন্ত শুরু করে পিবিআই, কুমিল্লার এসআই মো. ইব্রাহিম।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান আরও জানান, তদন্ত শুরুর এক মাসের মধ্যেই সোমবার গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে গ্রেপ্তার করা হয় ওই চক্রের সদস্য নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা জাহিদুল হাসান জাবেদকে। তার দেওয়া তথ্যে বেগমগঞ্জের হাজীপুর কাবিল ভূঁইয়ার বাড়ি থেকে বাদীর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে লাকসাম পৌরসভার রাজঘাট থেকে উদ্ধার করা হয় আরেকটি মোটরসাইকেল। এরপর ওই চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।  

তারা হলেন- লাকসামের বাসিন্দা দুলাল, জমির, কবির হোসেন ও রুবেল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চক্রের সদস্যরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা মোটরসাইকেলগুলো চুরি করে নিয়ে যান নোয়াখালীর সেনবাগের আলাউদ্দিন মেম্বারের কাছে। আলাউদ্দিনের পেশা হলো চোরাই মোটরসাইকেল ক্রয় করা। আলাউদ্দিনসহ চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এসএইচডি/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।