ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
রূপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আদি রহমান (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার চৌধুরীপাড়া জামে মসজিদ সংলগ্ন চাঁন টেক্সটাইল-ছনপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আদি চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির ছোট ভাই নুর হোসেনের ছেলে ইনান (১৫) নিজ এলাকাসহ আশপাশের এলাকাগুলোতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছে। বেপরোয়া গতিতে চালালেও আওয়ামী লীগ নেতার ভাতিজা বলে স্থানীয়রা প্রতিবাদ করতে পারেনি। বিকেলে চৌধুরীপাড়া জামে মসজিদ সংলগ্ন চাঁন টেক্সটাইল-চনপাড়া সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল ইনান। এ সময় নামাজ পড়ার উদ্দেশে চৌধুরীপাড়া জামে মসজিদে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন আদি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চরপাড়া সুফি মোহাম্মদ দায়মুদ্দিন হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।