ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ইসলাম ও কোরআন নিয়ে কোনো বক্তব্য দেবেন না জাফরুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
ইসলাম ও কোরআন নিয়ে কোনো বক্তব্য দেবেন না জাফরুল্লাহ

ইসলাম ধর্ম  ও পবিত্র কোরআন শরীফ নিয়ে গণমাধ্যমে কোনো সাক্ষাৎকার বা বক্তব্য দেবেন না গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।  

মঙ্গলবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক বন্ধুগণ আমার কাছে জানতে চেয়েছেন, ‘গণস্বাস্থ্যের ট্রস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কোরআন শরীফ ও ইসলাম বিষয়ে মুফতি বা আলেমদের সঙ্গে মতবিনিময় করবেন কি না। সাংবাদিক বন্ধুদের নিউজ কভারের বিষয়ে আমি গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা এবং ট্রস্টি ডা. জাফরুল্লাহ চৌধরীর কাছে জানতে চাইলে তিনি আমাকে বলেন, কোনো সংবাদপত্র/টিভি ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালের কাছে পবিত্র কোরআন শরীফ এবং ইসলাম সর্ম্পকে কোনো সাক্ষাৎকার বা বক্তব্য আমি দেব না।  

তিনি আরো বলেন, আমি পবিত্র কোরআন শরীফ ও ইসলাম সম্পর্কে ব্যাপকভাবে জানার জন্যে পড়াশোনা করছি।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।