ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
বগুড়ায় শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, আটক ২ প্রতীকি ছবি

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার শহরগাড়ী পাল্লাপাড়ায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনেছে তার বাবা।  এ ঘটনায় অভিযুক্ত দু’জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাতে মেয়েকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে কাহালু থানায় মামলা দায়ের করেন পেশায় হোটেল শ্রমিক শিশুকন্যাটির বাবা।

আটকরা হলেন- কাহালু উপজেলার শহরগাড়ী পাল্লাপাড়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো. শান্ত রহমান জুয়েল (৩৭) ও মৃত মিয়াজানের পুত্র মো. আ. হামিদ (৩৫)। তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

জানা যায়, গত রোববার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশুকন্যাটি। সন্ধ্যার পর বাড়ি ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। পরেরদিন বিষয়টি পুলিশকে জানানো হয়। সোমবার বিকেলে পুলিশ শহরগাড়ী পাল্লাপাড়ার বিভিন্ন জঙ্গল ও পুকুরে খোঁজাখুজি করে স্থানীয় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম জানান, শিশুকন্যাটি রোববার সন্ধ্যায় নিখোঁজ হয়। তাকে পরিবারের লোকজন খোঁজাখুজি করে না পেয়ে পরদিন পুলিশকে অবগত করলে, খোঁজাখুজির এক পর্যায়ে ওই গ্রামের একটি পুকুর থেকে শিশুকন্যাটির মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শিশুকন্যাটির পরিবারের লোকজনের কথাকে গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
কেইউএ/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।