ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় ডিজিটাল ম্যারাথনের রেজিস্ট্রেশন শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
পাবনায় ডিজিটাল ম্যারাথনের রেজিস্ট্রেশন শুরু

পাবনা: “মুজিববর্ষে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল ম্যারাথন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় চলতি মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল ম্যারাথন।  

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পাবনা সদর উপজেলা কার্যালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন-২০২১ এর রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধিনায়ক পাইওনিয়ার রানার্স, ১১ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল মো. আলতাফ আলী। সঞ্চালনায় ছিলেন পাবনা জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে চলতি বছরের ১০ জানুয়ারি বাংলাদেশে সেনাবাহিনীর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১। ডিজিটাল ম্যারাথনে দেশব্যাপী ৭০ লাখ লোকের অংশ নেওয়ার ব্যাপারে পরিকল্পনা  করা হয়েছে। এজন্য  পাবনা জেলার নয়টি উপজেলা থেকে কমপক্ষে ১০ হাজার ৫০০ জন বেসামরিক ব্যক্তির এ ডিজিটাল ম্যারাথনে অংশগ্রহণ নিশ্চিত করতে এ আলোচনা সভা হয়।

অতিরিক্তি পুলিশ সুপার মাসুদ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার মিনা, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ, ম্যারাথনের সমন্বয়ক মেজর ফয়সাল মাহমুদ টিপু ও ক্যাপ্টেন মেহেদী হাসান রাকিব এবং পাবনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও জনপ্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন।
৯ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। জেলা সদর ও প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকছে। দেশব্যাপী এ অনুষ্ঠানের আয়োজনে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর এক ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি। সার্বিক সহযোগিতা করবে পাবনা জেলা প্রশাসন। অনুষ্ঠানটি তত্ত্বাবধান করবেন বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া অঞ্চলের দায়িত্বরত সদস্যরা। আগামী ২৩ ফেব্রুয়ারি শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ ম্যারাথন।  

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।