ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সেই ইয়াবা কারবারির চাচা শ্বশুরের বাড়িতে মিললো আরো ৩ লাখ ৭৫ হাজার ইয়াবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
সেই ইয়াবা কারবারির চাচা শ্বশুরের বাড়িতে মিললো আরো ৩ লাখ ৭৫ হাজার ইয়াবা ফাইল ফটো

কক্সবাজার: কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ব্রিজ এলাকা থেকে ১৪ লাখ ইয়াবাসহ আটক ‘ইয়াবা গডফাদার’ জহিরুল ইসলাম ফারুকের চাচা শ্বশুর নুনিয়ারছড়ার ছৈয়দ আলমের বাড়িতে অভিযান চালিয়ে আরো ৩ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় ছৈয়দের গৃহকর্মীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালায় পুলিশ।

অভিযান অংশ নেওয়া কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, দু’টি বস্তাতে এসব ইয়াবা রক্ষিত অবস্থায় পাওয়া যায়।

কক্সবাজার পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান বাংলানিউজকে জানান, দুপুরে আটক ফারুকের দেওয়া স্বীকারোক্তি মতে বিকেল ৫টার দিকে নুনিয়ারছড়ার তার বাড়ি থেকে দুই বস্তাভর্তি ১ কোটি ৭০ লাখ ৬৩ হাজার টাকা উদ্ধার করা হয়। ওই সময় ফারুকের শ্বশুর ও এক শালাকে আটক করা হয়। পরে দ্বিতীয় দফায় চাচা শ্বশুর ছৈয়দ আলমের বাড়িতেও ইয়াবা থাকার কথা স্বীকার করেন ফারুক। তার দেওয়া তথ্য মতে, রাতে সেখানে অভিযান চালিয়ে আরো দু’টি বস্তাভর্তি টাকা ও ৩ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এবং ছৈয়দ আলমের গৃহকর্মীকে আটক করা হয়েছে।  ইয়াবা ও টাকা জব্দের ঘটনায় আটক এবং এই চক্রের সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

** সেই ইয়াবা কারবারির ঘর থেকে ১ কোটি ৭০ লাখ টাকা উদ্ধার
** কক্সবাজারে সাত বস্তা ইয়াবা উদ্ধার

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এসবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।