ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পেরীরহাট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-ছেলে নিহত হয়েছেন।  

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে গাবতলী-বাগবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাবতলী দুর্গাহাটা ইউনিয়নের বাইগুণী প্রামাণিকপাড়া গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম (৬০) ও ছেলে মুন্না (৩৪)। এ ঘটনায় আহতাবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন মুন্নার মা মনোয়ারা বেগম (৫৫) ।

জানা যায়, বিকেলে জাহিদুল ও তার স্ত্রী মনোয়ারা তাদের ছেলে মুন্নার মোটরসাইকেলে গাবতলীর বাইগুণী প্রামাণিকপাড়া থেকে উপজেলার নশিপুর ইউনিয়নের নিজগ্রাম এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে পেরীহাট এলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুৎতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান জাহিদুল। গুরুতর আহত অবস্থায় মা ও ছেলেকে শজিমেক হাসপাতালে ভর্তি করলে সেখানে ছেলে মুন্নার মৃত্যু হয়। মনোয়ারা হাসপাতালটিতে চিকিৎসাধীন।  

বগুড়া ছিলিমপুর (মেডিক্যাল সংলগ্ন) পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আজিজ মণ্ডল বাংলানিউজকে এ ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
কেইউএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।