ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি বাবার আলী মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় বদরুল আলম (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

 

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বদরুল কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের টুটিয়াচর গ্রামের শামসুল আলমের ছেলে। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে করে কটিয়াদী উপজেলার দিকে যাচ্ছিলেন বদরুলসহ আরেকজন। পথে মাইজহাটি বাবার আলী মার্কেট এলাকায় এলে ভৈরবগামী মালবাহী একটি ট্রেইলার তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বদরুলের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন তার পেছনে থাকা আরোহী। আহত ব্যক্তি কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পাকুন্দিয়ার আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘাতক ট্রেইলারটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।