ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে জাল টাকাসহ প্রতারক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
না.গঞ্জে জাল টাকাসহ প্রতারক আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে লাখ টাকার জাল নোটসহ সোহেল হোসেন রুবেল (৩২) নামে এক প্রতারককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব- ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় এক হাজার টাকা মূল্যের ১০১টি ও ৫০০ টাকা মূল্যের দু’টি জাল নোটসহ রুবেল নামে এক প্রতারককে আটক করা হয়।

আটক রুবেলের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।