ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

স্থগিত ব্রিজের নির্মাণ কাজ পুনরায় শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
স্থগিত ব্রিজের নির্মাণ কাজ পুনরায় শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি কাউখালী উপজেলা উন্নয়ন পরিষদের অবস্থান কর্মসূচি। ছবি: বাংলানিউজ

পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে স্থগিত হয়ে যাওয়া ব্রিজের কাজ পুনরায় শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন স্থানীয়রা।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কাউখালী উপজেলা উন্নয়ন পরিষদের ওই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আ. লতিফ খসরু’র সভাপতিত্বে ওই অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মনোয়ার হোসেন মিয়া, ছাত্রলীগ নেতা পলাশ সিকদার, ছাত্রনেতা কামরুল খান, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, স্থানীয় ব্যবসায়ী অরবিন্দ সিকদার, সাবেক ইউপি সদস্য মো. সাবুর, দিপেন রায় প্রমুখ।  

বক্তারা বলেন জরুরি ভিত্তিতে ব্রিজের কাজ শুরু না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জানা গেছে, গত ২০২০ সালে স্থানীয় সরকার প্রকৌশলীর (এলজিইডি) উদ্যোগে আইবিআরপি প্রকল্পের আওতায় উপজেলার  ডাকবাংলো সড়ক থেকে কাউখালী-স্বরূপকাঠী রাস্তার এস.বি সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় একটি ব্রীজ নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হয়। জেলার মঠবাড়িয়া উপজেলার ঐশী এন্টারপ্রাইজ নামের একটি নির্মাণ প্রতিষ্ঠান সর্বোচ্চ দরদাতা হিসাবে দুই কোটি ২১ লাখ ১৭ হাজার ৮৪৩টাকায় কাজ পান। ব্রিজটি গত বছরের ৮ জুলাই কাজ শুরু হয় এবং চলতি বছরের আগামী ৮ জুলাই শেষ হবার কথা রয়েছে। কিন্তু সামান্য কিছু কাজ হয়ে সম্প্রতি ব্রিজটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

এ ব্যাপারে ওই কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা সজ্ঞিত কুমার সাহা’র সঙ্গে মোবাইফোনে কথা হলে তিনি বাংলানিউজকে জানান, অর্ধেকের বেশি কাজ করা হয়েছে। এখন টাকার অভাবে ব্রিজের কাজ বন্ধ হয়ে আছে। কর্তৃপক্ষের কাছে টাকার চাহিদা দিলেও কোনো বরাদ্দ পাইনি। এলজিইডি বরাদ্দ দিলে যথা সময়ে কাজ সমাপ্ত করা হবে।

উপজেলা প্রকৌশলী মোস্তাক আহম্মেদ বাংলানিউজকে জানান, ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে বন্ধ থাকা কাজ চালু করার জন্য চিঠি দেওয়া হয়েছে। শীঘ্রই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।