ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে বিশ্ব বেতার দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
কক্সবাজারে বিশ্ব বেতার দিবস উদযাপন

কক্সবাজার: ‘নতুন বিশ্ব, নতুন বেতার’ এই প্রতিপাদ্যে কক্সবাজারে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে বিশ্ব বেতার দিবস।  

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে দিবসটি উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রা কক্সবাজার বেতার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বেতারের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বেতারের আঞ্চলিক পরিচালক মো. আমানুর রহমান খানের  সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু তালেব, উপ আঞ্চলিক প্রকৌশলী মো. রাশেদুল আজম সিকদার, উপ- আঞ্চলিক পরিচালক সমীর চন্দ্র বিশ্বাস,উপ-বার্তা নিয়ন্ত্রক শামীমা নাসরিন শমি। অনুষ্ঠান সঞ্চারনার ছিলেন সহকারী পরিচালক (অনুষ্ঠান) মো. সুলতান আহম্মদ।

অনুষ্ঠানে মো. আমানুর রহমান খান বলেন, বেতারের মূল প্রাণ হচ্ছে শিল্পী, উপস্থাপক এবং কলাকুশলীরা। এরাই বেতারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সবাই মিলে এভাবেই বেতারকে এগিয়ে নিতে হবে।

‘প্রাকৃতিক দুর্যোগের সময় যখন বিদ্যুৎ থাকে না, তখন বিপদগ্রস্ত মানুষ বাঁচার দিকনির্দেশনা পায় বেতার থেকে। বেতার শুধু মানুষের জীবন বাঁচায় না, আঞ্চলিক শিল্প সাহিত্য সংস্কৃতির বিকাশে অবদান রাখছে। যোগ করেন তিনি।

তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সচেতন করতে কক্সবাজার বেতার থেকে নানা অনুষ্ঠান প্রচার করে আসছে। স্থানীয় শিল্প সংস্কৃতির বিকাশে নিরন্তর কাজ করে যাচ্ছে কক্সবাজার বেতার।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।