ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাক চাপায় দুই নারী গার্মেন্টস শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
গাজীপুরে ট্রাক চাপায় দুই নারী গার্মেন্টস শ্রমিক নিহত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ট্রাক চাপায় দু’জন নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি ) রাত ৯ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে।

 

নিহতরা হলেন- টাঙ্গাইল সদর থানার নরসিংপুর এলাকার মো. আব্দুল্লার স্ত্রী জোবায়দা (৩২) ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী আয়শা (৩৩)। তারা দু'জনই চন্দ্রা এলাকায় গার্মেন্টসে চাকরি করতেন।  

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন জোবায়দা ও আয়শা। এক পর্যায়ে গাজীপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জোবায়দা ও আয়শা মারা যায়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।  
এ ঘটনায় ওই ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১ 
আরএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।