ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধান বোঝাই ট্রাকের ধাক্কায় এতিম ২ কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
ধান বোঝাই ট্রাকের ধাক্কায় এতিম ২ কিশোরের মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাটে ধান বোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে পড়ে এতিম দুই কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো সাত শিশু-কিশোর।

 

সোমবার (২২ নভেম্বর) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার আমদই কেন্দুলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- জিহাদ হোসেন (১৬) ও আব্দুল্লাহ (১৬)। আহতরা হলো-আজিম (৭), তাসিন (৮), সানাউল (২০), রিহান (১২), ওমর ফারুক (৯), আসমতুল্লাহ (১২) ও ছাইদুর জামান (১২)। হতাহত প্রত্যেকেই জেলার পাঁচবিবি উপজেলার শাইলট্রি মোড়ের লিল্লাহ বোর্ডিং এতিমখানার ছাত্র।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শাইলট্রি মোড়ের লিল্লাহ বোর্ডিং এতিমখানার ১০ জন শিক্ষার্থী আমদই ইউনিয়নের কেন্দুল এলাকায় এতিমখানার জন্য টাকা তুলতে এসেছিল। টাকা তুলে ভ্যানে করে এতিমখানায় ফিরছিল তারা। পথে কেন্দুল মোড়ে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জিহাদের। এসময় আহত হয় আটজন। এ অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে আব্দুল্লাহর মৃত্যু হয়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।