ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নবীগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
নবীগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

হবিগঞ্জ: তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ তিন প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোববার (২২ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার তিন নম্বর ইনাতগঞ্জ ও চার নম্বর দীঘলবাক ইউনিয়নের এ তিন প্রার্থীকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানা পুলিশ সদস্যরা।

জানা গেছে, ইউপি নির্বাচনকে সামনে রেখে আচরণ বিধিমালার ১১ নম্বর বিধি লঙ্ঘন করে তিন নম্বর ইনাতগঞ্জ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নোমান হোসেনের ঘোরা প্রতীক ও মো. ছায়েদ উদ্দিনের মোটরসাইকেল প্রতীকের পক্ষে মিছিল-শোডাউন করা হয়। এজন্য দুইজনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই অভিযোগে চার নম্বর দীঘলবাক ইউপির সাত নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী ইউসুফ আলীকে ৩ হাজার ও নয় নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী শাহ সুলতান আহমদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বাংলানিউজকে বলেন, উপজেলার প্রতিটি ইউপিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যে কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।