ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দেশে ফিরেছে সেনাবাহিনীর সাইক্লিং দল 

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
দেশে ফিরেছে সেনাবাহিনীর সাইক্লিং দল  বাংলাদেশ সেনাবাহিনীর সাইক্লিং দল

বেনাপোল (যশোর): বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ সাইক্লিং এক্সপেডিশনে (চতুর্থ পর্ব) অংশ নেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ২০ সদস্যের প্রতিনিধি দল যশোরের বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরেছে।  

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে তারা দেশে ফেরে।

জানা যায়, প্রতিবছরের মতো এবারও ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশি সেনাবাহিনীর যৌথদল সাইক্লিং করে বাংলাদেশ থেকে ভারত প্রবেশ করে। ভারতীয় সেনাবাহিনীর ১৯ সদস্যদের সাইক্লিং দলটির সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ সদস্যের একটি সাইক্লিং দল যুক্ত হয়ে যশোর সেনানিবাস থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এ যৌথ সাইক্লিং দলটি দর্শনা স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করে। দু’দেশের সেনাবাহিনীর এ যৌথ সাইক্লিং দলটিকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মাহমুদ আফজাল ও ভারতীয় সেনাবাহিনীর কর্নেল মোহিত সিং এবং বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ সাইক্লিং এক্সপেডিশন (চতুর্থ পর্ব) শেষ করে মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ সদস্যের প্রতিনিধি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।