ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টুঙ্গিপাড়ায় ত্রাণ প্রতিমন্ত্রীর ফ্লাড শেল্টার পরিদর্শন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
টুঙ্গিপাড়ায় ত্রাণ প্রতিমন্ত্রীর ফ্লাড শেল্টার পরিদর্শন ...

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ত্রিপল্লীর শেখ আবু নাসের বিদ্যালয়ের ফ্লাড শেল্টারের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ার ত্রিপল্লীর শেখ আবু নাসের বিদ্যালয়ের ফ্লাড শেল্টারের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

 

এ সময় প্রতিমন্ত্রী বলেন, দুর্গত এলাকার মানুষ ও গবাদি পশুকে উদ্ধার এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য আমরা মাল্টিপারপাস এক্সের্সিসে বল উদ্ধারকারী নৌকা তৈরি করেছি। যা প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির হাত থেকে আমাদের রক্ষা করবে।  

তিনি বলেন, এসব ফ্লাড শেল্টারে স্বাভাবিক সময়ে স্কুলের কার্যক্রম চলবে আর দুর্যোগের সময় ফ্লাড শেল্টার হিসেবে ব্যবহার করা যাবে।  

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ৪২৩টি ফ্লাড শেল্টার নির্মাণ করছি। যার কাজ এখন প্রায় শেষের দিকে।  

এর আগে প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মোহাম্মদ তাসারফ হোসেন ফরাজী, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।