ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোর-রাজশাহী বোর্ড চেয়ারম্যান ওএসডি, ৩ বোর্ডে নতুন চেয়ারম্যান 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
যশোর-রাজশাহী বোর্ড চেয়ারম্যান ওএসডি, ৩ বোর্ডে নতুন চেয়ারম্যান 

ঢাকা: চেক জালিয়াতির ঘটনায় যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোল্লা আমীর হোসেন ও সচিব অধ্যাপক এএমএইচ আলী আর রেজাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।  

এছাড়াও বোর্ডে নানা অনিয়মের ঘটনায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোহা. মকবুল হোসেনকেও ওএসডি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় পৃথক আদেশে তাদের ওএসডি করে নতুন নিয়োগ দিয়েছে।  

রাজশাহী বোর্ডের কলেজ পরিদর্শক মো. হাবিবুর রহমানকে প্রেষণে ওই বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।  

যশোর বোর্ডের চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন যশোর সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. আহসান হাবীব। আর সচিব নিয়োগ পেয়েছেন রাজশাহীর শহিদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল খালেক সরকার।

রাজশাহীর উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. কামরুল ইসলামকে প্রেষণে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।